ইনকিলাব ডেস্ক : শ্রম-আইন সংস্কারের সরকারি উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। বিক্ষোভ-সমাবেশ থেকে ১৩০ জনকে আটক করেছে পুলিশ। এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্যারিসসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। সরকার শ্রম আইন সংস্কারের সিদ্ধান্ত বাতিল না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। ফ্রান্সে কয়েক দিন ধরে সরকারবিরোধী চলমান আন্দোলন মঙ্গলবার সহিংস রূপ নেয়। এদিন শ্রম আইন সংস্কারে সরকারি উদ্যোগের বিরুদ্ধে গত মঙ্গলবার প্যারিসে বিক্ষোভ র্যালির আয়োজন করে শত শত শিক্ষার্থী। এ সময় দাঙ্গা পুলিশ বিক্ষোভে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ছোঁড়ার পাশাপাশি শতাধিক বিক্ষোভকারীকে আটক করে। বিক্ষোভকারীরা আগ্রাসী আচরণ করায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। একই দিন প্যারিসের প্যালে দ্য লা বাসতিল এলাকায় ট্রেড ইউনিয়নের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়ে প্রত্যেকের চাকরির নিরাপত্তা দিতে সরকারের প্রতি দাবি জানায়।
বিক্ষোভকারী এক নারী বলেন, যারা তাদের চাকরি নিয়ে শঙ্কার মধ্যে আছে, তাদের উদ্যোগেই এই বিক্ষোভ কর্মসূচি। স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের এ আন্দোলনে সংহতি জানিয়েছে। আমরা প্রস্তাবিত শ্রম আইন চাই না। বরং আমরা এমন আইন চাই, যা আমাদের চাকরির নিরাপত্তা দেবে। অপর এক বিক্ষোভকারী বলেন, আমরা শুধু আমাদের উদ্বেগের কথা তুলে ধরতে এখানে আসিনি; প্রস্তাবিত আইনের বিরুদ্ধে একটি সম্মিলিত আন্দোলন গড়ে তোলা আমাদের মূল উদ্দেশ্য। এটি কার্যকর করলে শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হবে। গত মার্চে বেকারত্ব দূর করতে ফরাসি শ্রমমন্ত্রী বিদ্যমান শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের সপ্তাহপিছু ওভারটাইমের পরিমাণ ও এর পারিশ্রমিক কমিয়ে আনার প্রস্তাব দেন। সরকার বলছে, এই সংস্কারের ফলে নতুন শ্রমিক নিয়োগ দেয়া সম্ভব হবে। বর্তমান নিয়ম অনুসারে, ওভারটাইমে মূল বেতনের ২৫ শতাংশ টাকা বাড়তি প্রদানের নিয়ম থাকলেও প্রস্তাবিত আইনে ওভারটাইম সপ্তাহে ৩৫ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছে। ওভারটাইম ৩৫ ঘণ্টার বেশি হলে অতিরিক্ত কর্মঘণ্টার জন্য পারিশ্রমিক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ হিসেবে বাড়তি প্রদানের প্রস্তাব করা হয়েছে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন