শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইসল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী সিগুরডুর

প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইসল্যান্ডের ক্ষমতাসীন দল গত বুধবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে সিগুরডুর ইনগি জোহানসোনের নাম ঘোষণা করেছে। পানামা পেপারস কেলেঙ্কারির জের ধরে প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসনের পদত্যাগের পর দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হলো। ওই অর্থ পাচারের খবর ফাঁস হওয়ার পর সেখানে আগাম নির্বাচনের কথাও ঘোষণা করা হয়েছে। ৫৩ বছরের জোহানসোন এর আগে আইসল্যান্ডের কৃষি ও মৎস্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ক্ষমতাসীন প্রোগ্রেসিভ পার্টির (পিপি) উপনেতা। সম্প্রতি পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই অর্থ ফাঁসের ঘটনায় ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ও পিপি দলের চেয়ারম্যান সিগমুন্ড গুনলাগসন। পানামা পেপারসে স্ত্রীর সঙ্গে যৌথ মালিকানায় থাকা কোম্পানি উইনট্রাসের বিস্তারিত প্রকাশ হয়ে পড়ায় তাকে ক্ষমতা ছাড়তে হয়। যদিও গুনলাগসন দাবি করেছেন, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং তার স্ত্রী আর্থিকভাবে লাভবানও হননি। ফাঁস হওয়া নথিতে দেখা যাচ্ছে, অ্যাইসল্যান্ডের প্রধানমন্ত্রী একটি বিদেশি কোম্পানির মাধ্যমে দেশের ব্যাংকগুলোতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন