শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুর্কি নাগরিকদের তথ্য ফাঁসের অভিযোগের তদন্ত শুরু

প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুর্কি আইনজীবীরা প্রায় ৫ কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগের তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এই সপ্তাহে অনলাইনে একটি ডেটাবেইস পোস্ট করা হয়েছিল, যাতে মানুষের নাম, আইডি নম্বর ও ঠিকানা অন্তর্ভুক্ত ছিল বলে জানিয়েছে বিবিসি। তুর্কি বিচার বিভাগীয় মন্ত্রী বেকির বোজডাগ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তথ্য ফাঁস হওয়া মানুষের সংখ্যা ভোটার তালিকার সংখ্যার কাছাকাছি ছিল। এদিকে দেশটির সরকারপন্থী একটি পত্রিকা ডেইলি সাবাহ গত বুধবার উল্লেখ করে, তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। সেখানে বোজডাগের উদ্ধৃতি আরও উল্লেখ করা হয়, তদন্তে কোথায় এটা ফাঁস হয়েছিল, কীভাবে এটা ফাঁস হয়েছিল খুঁজে বের করার দিকে নজর দেওয়া হচ্ছে। তবে, তুর্কি সংবাদ সাইট মিল্লিয়েতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির যোগাযোগ মন্ত্রী বিন আলী ইলদিরিম বলেন, ফাঁস ছিল একটি অত্যন্ত পুরনো ঘটনা এবং প্রতিবেদনগুলো সংবাদ হিসেবে উল্লেখযোগ্য ছিল না। প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু তুর্কী নাগরিকদের আশ্বস্ত করে বলেন, রাষ্ট্র এবং সত্তার জন্য ব্যক্তিগত তথ্য রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের নাগরিকদের ব্যক্তিগত তথ্য একজন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ তথ্যের মতো বলে উল্লেখ করেন তিনি। ওই ডেটাবেসে ৫ কোটি নাগরিকের বিবরণ রয়েছে, যেখানে তুরস্কের জনসংখ্যা ৭ কোটি ৮০ লাখ। এসব ডেটায় ব্যক্তির জন্ম তারিখ এবং বাবার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। ডেটার মোট পরিমাণ ছিল ১.৫ গিগাবাইট। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন