ইনকিলাব ডেস্ক : ক্রমবর্ধমান বিদ্যুৎ সঙ্কট সামাল দিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করেছে। এই ঘোষণার ফলে আগামী দুই মাস শুক্রবার থেকে রোববার পর্যন্ত সাপ্তাহিক ছুটি ভোগ করবেন দেশটি ১০ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মাদুরো দেশবাসীকে বিদ্যুৎ খরচ কমানোর আহ্বান জানান। তিনদিন ছুটির ফলে বিদ্যুৎ খরচ ২০ ভাগ সাশ্রয় হবে বলে জানান মাদুরো। ভেনিজুয়েলার বিদ্যুতের ৭০ ভাগই আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে এল নিনো জলবায়ুর প্রভাবে উৎপাদনে কিছুটা প্রভাব পড়েছে। ইউএসএ টুডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন