বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের সফল পরীক্ষা উ. কোরিয়ার

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে দেশটি যুক্তরাষ্ট্রের ওপর পরমাণু পরীক্ষা চালানোর সক্ষমতা অর্জন করবে বলে খবরে উল্লেখ করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, এই অঞ্চলে আরো অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এমন কাজ ও বাগাড়ম্বর বন্ধ করে উত্তর কোরিয়ার উচিত এর প্রতিশ্রুতি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ গতকাল শনিবার খুব ভোরে এ খবর দিয়ে বলা হয়েছে, দেশটির নেতা কিম জং-উন এ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে তা নজরদারি করেছেন। অবশ্য পরীক্ষা কবে চালানো হয়েছে খবরে তা উল্লেখ করা হয়নি। এ পরীক্ষা প্রসঙ্গে কিম বলেছেন, এ সফলতা মার্কিন সা¤্রাজ্যবাদ এবং অন্যান্য বৈরী শক্তির ওপর ভিন্নভাবে পরমাণু হামলা চালানোর নিশ্চয়তা দিয়েছে উত্তর কোরিয়াকে। পিয়ংইয়ং চলতি বছরের রাষ্ট্রীয় বাজেটের ১৫.৮ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছে। জানুয়ারি মাসের গোড়ার দিকে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এর এক মাস পরে কক্ষপথে উপগ্রহ পাঠায় দেশটি। এ ছাড়া চলতি বছরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেছে দেশটি। এতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। কেসিএনএ, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন