শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ব্রাসেলস প্রতিশ্রুতি রক্ষা না করলে চুক্তি বাস্তবায়ন করবে না তুরস্কও

প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে বলেছেন, ব্রাসেলস তার পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করলে আঙ্কারা অভিবাসন চুক্তি বাস্তবায়ন করবে না। ইউরোপমুখী অভিবাসীর বিপুল প্রবাহ ঠেকাতে গত ১৮ মার্চ আঙ্কারার সাথে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তির ফলে অভিবাসীদের অনেককে তুরস্কে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে। আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে দেয়া এক বক্তব্যে এরদোগান বলেন, এখানে বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তুরস্ক চুক্তি বাস্তবায়ন করবে না। গত বৃহস্পতিবার তিনি বলেন, সিরীয় শরণার্থী বিষয়ে তুরস্ক তার অঙ্গীকার পূরণের বিনিময়ে কিছু প্রত্যাশাও করে। তিনি বলেন, অনেক শর্ত রয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিছুই পূরণ হচ্ছে না। সিরিয়ায় গত ২০১১ সালের মার্চে সহিংসতা শুরুর পর তুরস্কের এ পর্যন্ত ৩০ লাখ সিরীয়কে আশ্রয় দিয়েছে এবং তাদের পেছনে ১০ বিলিয়ন ডলার (প্রায় ৮০ হাজার কোটি টাকা) ব্যয় করেছে। এরদোগান বলেন, প্রায় ৩০ লাখ সিরীয়র জন্য আমাদের বাজেট থেকে অর্থ বরাদ্দ দিতে হচ্ছে। এরদোগানের বক্তব্য থেকে আভাস পাওয়া যাচ্ছে চলতি গ্রীষ্মে ইউরোপে তুরস্কবাসীদের ভিসা ফ্রি ভ্রমণের সুযোগসহ বেশ কিছু শর্ত ইইউ পূরণ না করলে আঙ্কারা আলোচনায় বসবে না। এদিকে ভ্যাটিক্যানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গ্রিক আইল্যান্ড লেসবসে পোপ আগামী ১৬ এপ্রিল সংক্ষিপ্ত ও নজিরবিহীন সফরে যাচ্ছেন। চুক্তির আওতায় লেসবসে হাজার হাজার শরণার্থী তুরস্কে যাওয়ার অপেক্ষায় রয়েছে। গত ১৮ মার্চের অভিবাসন চুক্তি অনুযায়ী তুরস্কে প্রত্যেক সিরীয় শরণার্থী পাঠানোর বিনিময়ে ইউরোপে একজন সিরীয়কে পুর্নবাসন করা হবে। বিভিন্ন মানবাধিকার গ্রুপ চুক্তিটির নিন্দা জানানো সত্ত্বেও গত সোমবার গ্রীসের লেসবস ও চিয়স থেকে দুশরও বেশি অভিবাসীকে তুরস্কে পাঠানো হয়েছে। গ্রীস শুক্রবার আরো ৫০ জনকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বিবিসি, রয়টার্স।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন