ইনকিলাব ডেস্ক : বিরোধী প্রার্থীর বয়কটের কারণে সৃষ্ট সহিংসতা আরো বাড়ার আশঙ্কায় হাইতির প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে রান অফ ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু দুইদিন আগে শুক্রবার দেশটির নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করার কথা জানান। নির্বাচনে ব্যাপক কারচুপির আশ্রয় নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধী প্রার্থীদের। হাইতির নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট পিয়েরে লুইস অপোন্ট জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে রান অফ ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ভোট গ্রহণের নতুন কোনো তারিখ ঘোষণা করেননি তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ ভোট স্থগিত করা হল। নির্বাচন কমিশনের এ ঘোষণায় নির্বাচনের বিরোধিতা করে মিছিল করতে থাকা বিক্ষোভকারীরা উল্লাসে ফেটে পড়ে আন্দোলনের বিজয় উদযাপন করে। তারা রাজধানী পোর্ট অ প্রিন্সের রাস্তায় নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার এক পর্যায়ে গুলির শব্দ শোনা যায়। কয়েক দশক ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর ছয় বছর আগে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় হাইতি। ওই ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের রাজনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে যাচ্ছে ক্যারিবীয় দেশটি। অক্টোবরে অনুষ্ঠিত প্রথম পর্যায়ের নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী জোভেনেল মোসি এগিয়ে ছিলেন। কিন্তু নির্বাচনে অংশগ্রহণকারী অন্য প্রার্থী ক্ষমতাসীন প্রার্থীর পক্ষে ব্যাপক কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করে রান অফ ভোট বর্জন করেছেন। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন