শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৮টি অঙ্গরাজ্যের ৭টিতেই বিজয়ী বার্নি স্যান্ডার্স

প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে উইয়োমিং অঙ্গরাজ্যে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক দলের বার্নি স্যান্ডার্স। এই নিয়ে তিনি গত কয়েক দিনে অনুষ্ঠিত ৮টি রাজ্যের ৭টিতেই জয় পেলেন। গত শনিবারের ওই নির্বাচনে স্যান্ডার্স পেয়েছেন ৫৫ দশমিক ৭ ভাগ ভোট। পাশাপাশি তিনি ওই রাজ্যের ১৪ প্রতিনিধির সমর্থন পেয়েছেন। উইয়োমিং অঙ্গরাজ্যে হিলারি ক্লিনটন পেয়েছেন ৪৪ দশমিক ৩ ভাগ ভোট। তারপরও সাবেক ফার্স্টলেডি হিলারি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের চেয়ে এখনো বেশ খানিকটা এগিয়ে রয়েছেন। তারা দুজনই এখন নিউইয়র্ক প্রাইমারিতে জয়লাভের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি মাসের শেষ নাগাদ ওই অঙ্গরাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে। ডেলিগেটদের সমর্থনের ক্ষেত্রেও স্যান্ডার্স থেকে বহু এগিয়ে রয়েছেন হিলারি। তাই মনোনয়ন সুনিশ্চিত করতে হলে স্যান্ডার্সকে আরো পথ পাড়ি দিতে হবে। খবরে বলা হয়, উইয়োমিংয়ের জয়ের খবর যখন আসে তখন স্যান্ডার্স নিউ ইয়র্কে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তিনি সমর্থকদের উদ্দেশে রসিকতা করে বলেন, এই হলরুমে যতজন লোক রয়েছেন উইয়োমিংয়ে তারচেয়ে অনেক বেশি লোক রয়েছে। বিবিসি, সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন