জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা ও পুলিশের শিবির লক্ষ্য করে গ্রেনেড হামলা চালিয়েছে বিদ্রোহীরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উত্তর কাশ্মীরের বান্দিপোরার হাজিনে এ ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে বিদ্রোহী সংগঠন লস্কর-ই-তৈয়বা। সংগঠনটির মুখপাত্র ড. আবদুল্লাহ এক বিবৃতিতে দাবি করেন, হাজিনে ভারতীয় সেনাশিবিরে ফিদাইন হামলা চালানো হয়েছে। হামলায় তিন ভারতীয় সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। জানা গেছে, বিদ্রোহীদের চার থেকে ছয়জনের একটি দল দুদিক থেকে ১৩ রাষ্ট্রীয় রাইফেলের শিবিরে হামলা চালায়। এদিকে, কাশ্মীরকে বিভক্তকারী সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর তিন জঙ্গিকে হত্যা করে তাদের অনুপ্রবেশ ব্যর্থ করে দিয়েছে বলে বুধবার ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে। খবরে বলা হয়, ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ১৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে ভারতীয় সৈন্যরা তাদের অনুপ্রবেশ ব্যর্থ করে দেয়। সিনহুয়া, এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন