শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মোদির সাথে বৈঠক আজ ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট ওলাঁদে

প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দ্বিতীয়বারের মতো ভারতে রাষ্ট্রীয় সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেশটির আমন্ত্রণে তার এ সফর। দেশ দুটির মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এ সফরের মাধ্যমে আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে। বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ওলাঁদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করবেন। আজ সোমবার রাজধানী দিল্লিতে এ বৈঠক আনুষ্ঠিত হচ্ছে। এ সময় প্রতিরক্ষা বিষয়ক কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
গতকাল ভারতে সফরের দিনের শেষভাগে দিল্লির উত্তরাঞ্চলীয় শহর চন্ডিগড় ভ্রমণের মধ্য দিয়ে ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় ভারত সফর শুরু হয়। সেখানকার বিখ্যাত ‘রক গার্ডেন’ পরিদর্শন করতে গিয়েই মোদির সঙ্গে সাক্ষাৎ হবে ওলাঁদের। বিখ্যাত ফরাসি স্থাপত্যবিদ লে করবুজিয়ের ৬০ বছরের বেশি সময় পূর্বে চন্ডিগড় শহরের নকশা করেছিলেন। উল্লেখ্য, গত বছর নভেম্বর মাসে প্যারিসে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। দেশটিতে আবারও হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ওই হামলায় ১৩০ ব্যক্তি নিহত এবং ৩৫০ জন আহত হয়। আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করে। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন