বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ভারতের প্রেসিডেন্ট ভবনে আর ইফতার হবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম

ভারতের প্রেসিডেন্ট ভবনে দীর্ঘদিন ধরেই রমজান মাসে ইফতার আয়োজনের রীতি চলে আসছে। তবে এ বছর থেকে আর ইফতারের আয়োজন করা হবে না। এক কর্মকর্তা জানিয়েছেন, শুধু ইফতার নয়, কোনো ধর্মীয় অনুষ্ঠানই আর এ ভবনে পালিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ। প্রেসিডেন্টের প্রেস সচিব অশোক মালিক বলেন, রামনাথ কোভিন্দ দায়িত্ব নেয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে এ ভবনের মতো সরকারি ভবনগুলোতে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করা চলবে না। এ ধরনের সব অনুষ্ঠানই যেহেতু করদাতাদের দেয়া অর্থে করা হয়, তাই ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ করে কোনোরকম ধর্মীয় অনুষ্ঠান পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ১৭ ডিসেম্বর, ২০২১, ১:১৬ পিএম says : 0
দরকার নাই আর আমাদের দেশে ও কালি কুলি অনুষ্ঠান রাষ্ট্রপতি প্রধান মন্ত্রীর ভবনে করার দরকার নেই,তুমি আমার হলে আমি তোমার,
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন