সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নারীদের দলের উঁচু পদ দিতে যৌন সুবিধা নেন ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৮, ১২:০০ এএম

দলের নারী সদস্যদের শীর্ষ পদ দেয়ার বদলে তাদের কাছ থেকে যৌন সুবিধা আদায় করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান। সমপ্রতি তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তার প্রাক্তন স্ত্রী রেহাম খান। রেহাম খানের অপ্রকাশিত এক আত্মজীবনীতে এসব কথা তিনি লিখেছেন। খবরে বলা হয়, ‘রেহাম খান’ নামে শিগগিরই এক আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন রেহাম খান। সমপ্রতি বইটি অনলাইনে ফাঁস হয়ে যায়। বইটিকে ঘিরে পাকিস্তানে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকেই বইটির প্রকাশ বন্ধের দাবি তুলেছেন। বিবিসির সাবেক এই সাংবাদিক নিজের আত্মজীবনীতে লিখেছেন, দলের (পিটিআই) নারীদের উঁচু পদ দেবার বদলে ইমরান তাদের থেকে যৌন সুবিধা আদায় করেন। এক সাক্ষাৎকারে রেহাম অভিযোগ করেছেন, ইমরান প্রতিষ্ঠিত পিটিআই দলে নারীরা তখনই উঁচু পদ পান, যখন তারা দলের প্রধানের সঙ্গে বিছানায় যেতে রাজি থাকেন। কেউ বড় পদ চাইলে ইমরান নাকি সরাসরি তাকে জানিয়ে দেন, তাহলে তার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। রেহামের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, নিজের আগামী বইতে এ বিষয়ে নাকি বিস্তারিত লিখেছেন। রেহাম ইমরানের দ্বিতীয় স্ত্রী। ২০১৫ সালে বিয়ের মাত্র ১৫ মাস পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। এর আগে জেমিমা গোল্ড স্মিথের সঙ্গে ১৯৯৫ সালে বিয়ে করেন। ৯ বছর সংসারের পর এই ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্বের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেন। চলতি বছরের শুরুতে ৬৬ বছর বয়সী ইমরান ফের বিয়ে করেন বুশরা মানেকা নামের এক নারীর সঙ্গে। প্রায় চার মাসের মাথায় ফের বিচ্ছেদ হয় তাদের। স¤প্রতি এক সাক্ষাৎকারে রেহাম বলেছেন, ইমরান প্রধানমন্ত্রী হলে পাকিস্তানের পক্ষে তা অত্যন্ত খারাপ হবে। তার বইয়ের কিছু অংশ এক হ্যাকার অনলাইনে ফাঁস করে দিয়েছেন। ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে এ সব তথ্য ভোটারদের মধ্যে পৌঁছে গেলে ইমরানের পক্ষে তা অত্যন্ত খারাপ হবে। কয়েকজন অবশ্য প্রকাশের আগেই বইটি নিষিদ্ধ করার দাবি তুলেছেন। রেহামকে আইনি নোটিশ পাঠিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন