রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুবাইতে বুর্জ খলিফার চেয়েও উঁচু ভবন নির্মাণের ঘোষণা

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আকাশচুম্বী উঁচু উঁচু ভবনের জন্যে বিখ্যাত শহর দুবাই। বিশ্বের সবচে উঁচু ভবনগুলোও গড়ে উঠেছে এই শহরে। তারপরেও থেমে যায় নি দুবাই। ঘোষণা করা হয়েছে এই শহরে আরো উঁচু উঁচু টাওয়ার নির্মাণের। এই পরিকল্পনার পেছনে আছে যে কোম্পানি তার নাম এমার প্রোপার্টিজ। তারা বলছে, নতুন টাওয়ারটি হবে বুর্জ খলিফার চেয়ে সামান্য বেশি উঁচু। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার। বলা হচ্ছে, নতুন এই ভবনটিতে থাকবে ঘূর্ণায়মান ব্যালকনি, ঝুলন্ত বাগান, হোটেল এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এই প্রকল্পটির পেছনে খরচ হবে প্রায় একশো কোটি ডলার। ২০২০ সালের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতিরা এই ভবনের নকশা করেছেন। কিন্তু সউদি আরব দাবি করছে যে তারাই বিশ্বের সবচে উঁচু ভবনটি নির্মাণ করতে যাচ্ছে। ওই ভবনটির উচ্চতা হবে এক কিলোমিটার। আর এটি নির্মিত হচ্ছে জেদ্দা শহরে। সূত্র: বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন