ইনকিলাব ডেস্ক : পাকিস্তান এবং ভারতের সেনাবাহিনীর মধ্যে গত শনিবার গুলিবিনিময় হয়েছে। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত আন্তর্জাতিক সীমান্তে এ গুলিবিনিময় হয়েছে। গুলিবিনিময়ের জন্য পরস্পরকে দোষারোপ করেছে উভয় পক্ষ। উভয় পক্ষই বলেছে, বিনা উসকানিতে অপর পক্ষ প্রথমে গুলিবর্ষণ শুরু করেছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআরের বিবৃতিতে দাবি করা হয়েছে, শনিবার রাত ১১টা ৪০ থেকে ভারতীয় বাহিনী বিনা উসকানিতে প্রচ- গুলিবর্ষণ শুরু করে। সকাল ৪টা ৪৫ পর্যন্ত এ গুলিবিনিময় চলেছে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতির ভাষায়, পাক বাহিনী এর যথাযথ জবাব দিয়েছে। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গত ছয় মাসের মধ্যে এই প্রথম সীমান্তে গুলিবিনিময়ের ঘটনা ঘটল বলে জানিয়েছে ভারতের বেসরকারি চ্যানেল এনডিটিভি। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন