শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

লিঙ্গান্তরিতদের টয়লেট আইন নিয়ে বিতর্ক ক্যারোলিনায়

প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে দু’সপ্তাহ আগে এই বিতর্কিত আইনটি পাস করা হয়, যার সরকারি নাম পাবলিক ফেসিলিটিস্ প্রিভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট। তবে লোকে সংক্ষেপে এর নাম দিয়েছে বাথরুম আইন। এই আইনে বিশেষভাবে যারা লিঙ্গান্তর করেছেন তাদের টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে বলা হয়েছে জন্ম সনদে তাদের যে লিঙ্গ লেখা আছে তারা সেই লিঙ্গের জন্য নির্ধারিত টয়লেটই শুধু ব্যবহার করতে পারবেন। অর্থাৎ জন্মের সময় যে নারী ছিল, সে পরবর্তীকালে লিঙ্গ বদলে পুরুষ হলেও তাকে ব্যবহার করতে হবে নারীদের টয়লেট এবং জন্মের সময় যারা পুরুষ ছিলেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। এই আইনে অবশ্য সমকামীদেরও বৈষম্যের শিকার করা হয়েছে বলে সমকামীরা অভিযোগ তুলেছেন। তারা বলছেন, সমকামীদের সুযোগ-সুবিধা সংক্রান্ত কোনো বিধি এই আইনের কারণে পাস করা যাবে না। নর্থ ক্যারোলিনার এই আইন যুক্তরাষ্ট্রের সব নাগরিকের জন্য সমান অধিকারের পরিপন্থী এবং মানবাধিকারের লংঘন বলে বিভিন্ন রাজ্যে মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংটিন নর্থ ক্যারোলিনার সবচেয়ে বড় শহর গ্রিনসবরোয় তার সঙ্গীতানুষ্ঠান বাতিল করে দিয়েছেন। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং রাজনীতিকরাও এই আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন