শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৭ দিনে ইয়েমেনে বাস্তুচ্যুত ২৬ হাজার

| প্রকাশের সময় : ২০ জুন, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হুদায়দায় হুতি বিদ্রোহী বিরোধী অভিযান অব্যাহত রেখেছে সউদী জোট। সোমবার শর্তহীনভাবে হুদায়দা ছেড়ে যেতে বিদ্রোহীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জোটের অন্যতম সহযোগী সংযুক্ত আরব আমিরাত। নতুন করে শুরু হওয়া সংঘাতের সাতদিনে বাস্তুচ্যুত হয়েছে ২৬ হাজার মানুষ। হুমকিতে পড়েছে জাতিসংঘের যুদ্ধবিরতির চেষ্টাও। এ অবস্থায়, গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ত্রাণ সহায়তা পাঠানোর প্রধান পথ বন্দরনগরী হুদায়দা। আন্তর্জাতিক বিমানবন্দর ও নৌবন্দর থাকায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নগরী। বিদ্রোহীদের কাছ থেকে হুদায়দার দখল নিতে গেলো বুধবার থেকে সেখানে অভিযান চালিয়ে আসছে সউদী জোট ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানুসর হাদি সমর্থিত বাহিনী। সাতদিনের অব্যাহত হামলায় হতাহত হয় বহু মানুষ। জীবন বাঁচাতে পালিয়েছেন অনেকে। পালিয়ে আসা একজন বলেন, তিনদিন আগে হুদায়দা থেকে পালিয়ে চলে আসি। আমার মাথার ওপরে যুদ্ধবিমান সারাক্ষণ চক্কর দিতো। যখন তখন বিমান থেকে হামলা চালানো হতো। কোথায় যাবো কিছুই বুঝতে পারছিলাম না। তিন কিলোমিটার হেঁটে এসে এই স্কুলে আশ্রয় নিয়েছি। এখানে পানি, বিদ্যুৎ শৌচাগার কিছু নেই। শিশুদের জন্য জরুরি খাবার ও ওষুধের প্রয়োজন। ইউএই পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস বলেন, হুতি বিদ্রোহী ও তাদের সঙ্গীদের পরিষ্কারভাবে বলছি, তোমরা শর্তহীনভাবে হুদায়দা ছেড়ে যাও। আমরা জনজীবনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আর জাতিসংঘ যুদ্ধবিরতির চেষ্টার মাধ্যমে বিদ্রোহীদের হুদায়দায় থাকার ব্যবস্থা করতে চায়। যুদ্ধবিরতি চুক্তি হলেই বিদ্রোহীরা আবারও হামলার প্রস্তুতি নেবে। আমরা তাদের সে সুযোগ দেবো না। বিবিসি।



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন