শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে গার্মেন্ট কারখানা ও আবাসিক ভবনে আগুন, ২০ জন উদ্ধার

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের থানে জেলার ভিওয়ান্ডি শহরের একটি পোশাক কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চারতলা ভবনটি থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উদ্ধারের সময় একজন নারী সামান্য আহত হয়েছেন। কিছু শ্রমিক ভবনের ছাদে উঠে যেতে সক্ষম হয়। সেখানে তারা উদ্ধারকর্মীদের জন্য অপেক্ষা করতে থাকেন বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। সকাল সাড়ে সাতটার দিকে ভবনটির নিচ তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে তাঁতের জিনিসপত্র রাখা ছিল। এক কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে নিশ্চিত করে এটি বলা যাচ্ছে না। অপর এক খবরে বলা হয়, ভারতের মুম্বাইয়ের কাছে একটি গার্মেন্ট ও পাশের একটি ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এরমধ্যে বেশ কিছু মানুষ আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকা-ের সূত্রপাত হয়। টিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মানুষ ছাদে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কেউ কেউ মই দিয়ে নিচে নামার চেষ্টা করছে। টিভির প্রতিবেদন অনুযায়ী, আগুনের সূত্রপাতের সময় গার্মেন্টটি বহুতল ভবনটির মধ্যে ১৫০ জনের মতো ছিল বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। তবে, কী ভাবে আগুন লাগল তা জানা যায়নি। শর্টসার্কিটই আগুনের উৎস বলে মনে করছেন দমকলকর্মীরা। প্রতিবেদন অনুযায়ী, ভবনের নিচের তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতলটি জুড়ে রয়েছে পোশাক কারখানা। রাতের শিফটে বহু মানুষ সেখানে কাজ করছিলেন। এনডিটিভি, জিনিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন