বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুরস্ক সফরে যাচ্ছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সুকরি তুরস্ক সফরে যাচ্ছেন। ২০১৩ সালের পর প্রায় ৩ বছরের মধ্যে এটাই কোনো মিশরীয় মন্ত্রীর তুর্কি সফর হতে যাচ্ছে। ১৪-১৫ এপ্রিল ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ওআইসি সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে মিশরীয় পররাষ্ট্রমন্ত্রীর। ওই সম্মেলনে সউদি আরব, ইরান, ইরাক, বাংলাদেশসহ ৫৬টি মুসলিম দেশের নেতাদের অংশ গ্রহণের কথা রয়েছে। ২০১৩ সালে মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুর্কি-মিশর কূটনৈতিক সম্পর্ক ভেঙে যায়। তুরস্ক জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সরকারকে এখনো স্বীকৃতি প্রদান করেনি। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সাথে সাক্ষাৎ করবেন। দুই দেশের বিবাদমান সম্পর্কের বরফ গলাতে এটাই হতে যাচ্ছে প্রথম সরকারি উদ্যোগ। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন