ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি কারে বোমা বিস্ফোরণে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। তবে প্রাথমিকভাবে বোমা বিস্ফোরণের সুর্নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। গত সোমবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। দেশটির স্থানীয় সরকারের মুখপাত্র আবদিফাত্তাহ ওমর হ্যালেনে জানান, শহরের স্থানীয় সরকারের হেডকোয়ার্টারের সামনে পার্কিং থাকা অবস্থায় কারটিতে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন পাঁচজন। এদের মধ্যে দুইজন স্কুল শিক্ষার্থী রয়েছে। তাৎক্ষণিকভাবে এই হামলার কেউ দায় শিকার করেনি। তবে জঙ্গি সংগঠন আল-কায়দা ও আল শাহাব এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ এর আগে তারা বহুবার এমন হামলার ঘটনা ঘটিয়েছে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন