শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের ৭ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেবে ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৮, ১২:০১ এএম

রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনে জড়িত থাকার অভিযোগে মিয়ানমারের সেনাবাহিনীর সাত কমর্কতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এ খবর দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা মিয়ানমারের সাতজন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। নিষেধাজ্ঞা আরোপ হলে ওই সব ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত হবে এবং তারা নিজেরা ইউরোপীয় দেশগুলো সফর করতে পারবে না।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের সঙ্গে দেশটির সেনাবাহিনী জড়িত রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা সরাসরি হত্যা ও ধর্ষণ করেছে এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী ১৩ হাজারের বেশি রোহিঙ্গা মুসলমান ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া শিশুরাও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে ইউনিসেফ জানিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন