শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ড্রাইভিং লাইসেন্স চাইলেন লক্ষাধিক সউদী নারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৬ এএম

সউদী আরবের নারীরা গত রোববার থেকে গাড়ি চালানোর অনুমতি পান। আর গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার সউদী নারী। এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মানসুর আল-তুর্কি এই তথ্য জানান। এ সময় দেশটির ট্রাফিক বিভাগের পরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আল-বাসসামি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীদের গাড়ি চালানো তদারকি করতে মোট ৪০ জনের একটি নারী পরিদর্শক দল আগামী সপ্তাহ থেকে দায়িত্ব পালন শুরু করবেন। জেনারেল মানসুর আল-তুর্কি বলেন, ‘নারীদের গাড়ি চালনা প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঁচ শহরের মোট ছয়টি ড্রাইভিং স্কুল খোলা হয়েছে। যদিও ড্রাইভিং স্কুল নেই এমন রাজ্যের সংখ্যা নয়টি। এসব স্কুলে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে, যা নারী-পুরুষ সবার জন্য প্রযোজ্য হবে। সবাইকে আইন মেনে চলতে হবে। রাস্তায় কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ ট্রাফিক বিভাগের পরিচালক মেজর জেনারেল বাসসামি বলেন, ‘গৃহকর্মীরাও গাড়ি চালাতে পারবে, তবে ভিসার ধরন নিয়ে তাদের সমস্যা হবে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়ার পর এখন পর্যন্ত কোনো ট্রাফিক আইন ভঙ্গ বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।’ আরব নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন