শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় ইসরাইলের মিসাইল হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৮, ১২:০৫ এএম


সিরিয়ার রাজধানী দামাস্কাসে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দু’টি ইসরাইলি মিসাইল আছড়ে পড়েছে বলে সিরিয়ার বিভিন্ন টিভি চ্যানেল দাবি করেছে। একটি চ্যানেলের দাবি, সোমবার গভীর রাতে মিসাইল দু’টি আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে পড়েছে। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত মাসে দামাস্কাসে অনুরূপ হামলা করা হয়। সিরিয়ার মিডিয়া অভিযোগ করে বলে, ইরানিদের লক্ষ্য করে ওই হামলা করে ইসরাইল। তবে এখনও ইসরাইলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর আগেও ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ায় হামলা চালানোর অভিযোগ রয়েছে। গত সপ্তাহে ইরাক-সিরিয়া সীমান্তে অতর্কিতে আকাশ পথে হামলা করা হয়। বেশ কয়েকজন তাতে মারা যান। সিরিয়ার সরকার অনুমোদিত টিভি চ্যানেলগুলো ওই হামলার জন্য মার্কিন সেনাকে দায়ী করে। বলা হয়েছিল, আইএস জঙ্গিদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়। কিন্তু মার্কিন সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্তা এই হামলার দায় সরাসরি ইসরাইলের ওপর চাপিয়ে দেন। সিএনএন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন