উত্তর: জানাযা একবার পড়াই সুন্নত। বিভিন্ন জায়গায় দেখার জন্য লাশ নেওয়া হয়, প্রয়োজনে এতটুকুই করা যাবে। প্রত্যেক জায়গায় একটি করে জানাযা পড়া যাবে না। যেমন, আমাদের দেশে শহরের মহল্লায় একটি জানাযা হয়, কর্মক্ষেত্রে একটি হয়, দেশের বাড়িতে আরেকটি হয়। এ সংস্কৃতি মনগড়া। শরীয়তে একবার জানাযা পড়াই সুন্নত। আপনার চাচার সন্তানেরা ভুল করেন নি। এতে এলাকাবাসীর মনক্ষুণœ না হওয়াই উচিত। তবে একাধিক জানাযার প্রয়োজন হলে একটি পদ্ধতি অবলম্বন করা যায়। আগ্রহীরা জানাযা পড়ে নেবেন, তবে মৃতের মূল অভিভাবক (শরীয়তে যাকে অলী বলে, যেমন পিতার ক্ষেত্রে বড় পুত্র, পুত্রের ক্ষেত্রে পিতা হচ্ছেন অলী।) আগে জানাযা না পড়ে মূল জানাযাটিতে শরীক হবেন। আর এটিই হবে সুন্নত সম্মত একমাত্র জানাযা। মাসআলা জানা থাকলে আপনার চাচার জানাযা এই পদ্ধতিতে গ্রামেও হতে পারতো। তবে এসব পদ্ধতি বাদ দিয়ে একটি প্রধান জানাযায় উত্তম ও সুন্নত সম্মত।
সূত্র: জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফতওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন: আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন