শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

তুরস্কে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৪, আহত শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৮, ১০:৪৫ এএম | আপডেট : ৩:৪২ পিএম, ৯ জুলাই, ২০১৮

 

তুরস্কের উত্তর-পশ্চিম অঞ্চলে প্রচন্ড ঝড়ে ভূমিধস ও ইস্তাম্বুলগামি একটি ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত হয়েছেন ২৪ জন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির স্বাস্থ্যমন্ত্রী আহমেদ ডেমিরিকান সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। এতে বলা হয়, রোববার এ ঘটনা ঘটে। একই তথ্য দিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী রিসেপ আকডাগ। তিনি জানান অনুসন্ধান এবং পুনরুদ্ধার প্রচেষ্টা কিছুটা বাধাগ্রস্ত হয়ে হয়ে পড়ে সোমবার সকালে।
দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৩৬২ জন যাত্রী ছিলেন। টেলিভিশনের ছবিতে কিছু ওয়াগন রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখা যায় এবং জরুরি উদ্ধারকারী দলের লোকদের ঘটানাস্থলে পৌঁছাতে দেখা যায়। দুঘটনাস্থল থেকে বেঁচে যাওয়া এক যাত্রী সিএনএনকে বলেন, তিনি ১০টিরও অধিক মৃতদেহ দেখতে পেয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে ভুমিধসের পরে একটি উপশহরীয় ট্রেন দুর্ঘটনার শিকার হয়। দুর্ভাগ্যবশত এতে প্রচুর হতাহতের খবর পাওয় যায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন