শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অভিশংসন স্থগিতের আবেদন খারিজ ভোটের আগেই আরেকটি দল হারালো দিলমা রুসেফ

প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসন স্থগিত চেয়ে একটি আবেদন খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তার আইনজীবী এ আবেদনটি করেছিলেন। এর ফলে রোববার সংসদের নিম্নকক্ষে রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনে আর কোনো বাধা রইল না। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রুসেফের পক্ষে আবেদনটি করেছিলেন অ্যাটর্নি জেনারেল জোস এডুয়ার্ডো কার্ডোজো। দেশটির অর্থনৈতিক সঙ্কট এবং দুর্নীতি কেলেঙ্কারিত সাবেক বামপন্থী গেরিলা রুসেফের জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে। তার জোটে ভাঙন তীব্র হয়েছে। স্থানীয় একটি দৈনিকের জরিপে বলা হয়েছে, সংসদের নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটির পক্ষে রয়েছেন ৩৩৩ জন আইনপ্রণেতা। বিরোধিতা করছেন মাত্র ১২৪ জন সংসদ সদস্য। প্রস্তাব পাস হতে আরো ৯টি ভোট দরকার। এখনো ৫৬ জন সংসদ সদস্য তাদের মতামত দেননি। প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে পাস হলে সেটি সিনেটে যাবে। সিনেটে প্রস্তাবটি পাস হলে রুসেফকে বরখাস্ত করা হবে এবং প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমার। বরখাস্ত হলে রুসেফকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। এদিকে অপর এক খবরে বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ তীব্র চাপের মুখে পড়েছেন। দুর্নীতির অভিযোগে বেশ কিছুদিন যাবত তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব নিয়ে তোলপাড় চলছে তার নিজের দলের অভ্যন্তরে ও বাইরে। রুসেফ ক্ষমতায় থাকবেন কিনা সে উদ্দেশ্যে আসন্ন পার্লামেন্টের ভোটের আগেই তার ক্ষমতাসীন জোট থেকে সরে দাঁড়িয়েছে আরেকটি দল। গত মঙ্গলবার ডানপন্থী প্রোগ্রেসিভ পার্টি (পিপি) ঘোষণা দিয়েছে তার সরকার দলীয় জোট ত্যাগ করছে। পিপি পার্টির নেতা চিরো নগুয়েরা বলেছেন, আগামী রোববারের ভোটে তার দলের ৪৭ জন রাজনীতিবিদ ক্ষমতা থেকে রুসেফের অপসারণকে সমর্থন দেবেন। দুর্নীতির অভিযোগে রুসেফের অভিশংসন প্রস্তাব প্রশ্নে ইতিমধ্যে দ্যা ব্রাজিলিয়ান রিপাবলিকান পার্টি নামের আরেকটি দল ত্যাগ করেছে সরকার দলীয় জোট। তাদের ২২ সদস্য বিশিষ্ট দলটিও রুসেফের বিপক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। তারও আগে গত মার্চ মাসে রুসেফ হারিয়েছিল তার সবচেয়ে বড় দল ব্রাজিলিয়ান ডেমোক্র্যাটিক পার্টি। আল-জাজিরা, এএফপি,এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন