পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে লাহোর বিমানবন্দরে গ্রেপ্তারের পর ইসলামাবাদে নেওয়া হয়। সেখান থেকে তাদের রাওয়ালপিন্ডির আদাইলা কারাগারে নেওয়া হয়েছে। সেখানে নওয়াজ-মরিয়মের শারীরিক পরীক্ষা করা হয়।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, লাহোর বিমানবন্দরে আগমনের পর ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কর্মকর্তারা অভিবাসন প্রক্রিয়ায় নওয়াজ শরিফ ও মরিয়মকে আটক করে। বিশেষ বিমানের মাধ্যমে তাদের ইসলামাবাদে নেওয়া হয় এবং পরে আদাইলা কারাগারে স্থানান্তরিত করা হয়।
এর আগে ইসলামাবাদের চিফ কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানান, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং মরিয়ম নওয়াজকে রাখতে শিহালা পুলিশ ট্রেনিং কলেজ রেস্ট হাউসকে সাব-জেল হিসেবে ঘোষণা করা হলো।’
লন্ডন থেকে দেশে ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার হন নওয়াজ শরিফ ও মরিয়ম নওয়াজ। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে লাহোর বিমানবন্দরে নামার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর অনুরোধে আদালত নওয়াজ এবং মরিয়মকে জেলখানায় পাঠানোর আদেশ দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন