সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৪০

প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। দেশটির পূর্বের প্রদেশ নাগরহারে এ ঘটনা ঘটেছে। গত শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বৃহস্পতিবার পরিচালিত এ হামলাটি ছিল আফগান বিমানবাহিনীর সবচেয়ে বড় হামলা। ২০১৪ সালে ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর দেশটির বিমানবাহিনী সক্ষমতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামলায় সবগুলো পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে হতাহতের সঠিক সংখ্যার সত্যতা যাচাই করা মুশকিল। বিমানবাহিনীর কর্মকর্তা খোগায়ানি বলেন, আমাদের গোয়েন্দাদের প্রাপ্ত তথ্যেরভিত্তিতে আফগান বিমানবাহিনী এ হামলা পরিচালনা করেছে এবং হামলায় ৪০ জন জিহাদি নিহত হয়েছে। তিনি জানান, জিহাদিরা নাগরহারে জড়ো হয়েছিল একসঙ্গে হামলা চালানোর জন্য। আফগান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, নাগরহারে যৌথ অভিযানে ৪২ জন নিহত হয়েছে এবং তাদের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে। রয়টার্র্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন