শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এনএসজি সদস্যপদ নিয়ে চীন-ভারত আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৮, ১২:০২ এএম

নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রæপের (এনএসজি) সদস্যপদের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে ভারত। ৪৮ সদস্য দেশের এই অভিজাত গ্রæপের সদস্যপদের জন্য উত্তরের প্রতিবেশী চীনের সমর্থন পেতে তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে নয়া দিল্লি। পারমাণবিক প্রযুক্তি বিনিময় নিয়ে কাজ করে এই গ্রæপটি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, চলতি বছরের এপ্রিলে সবশেষ চীনের সাথে এ ব্যাপারে বৈঠক হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ভি কে সিং বৃহস্পতিবার পার্লামেন্টকে জানান, এনএসজি’র সদস্যপদ লাভের জন্য চীনসহ গ্রæপের সবগুলো সদস্য দেশের সাথে যথাযথ পর্যায়ে যোগাযোগ বজায় রেখেছে ভারত। এ বিষয়ে সবশেষ বৈঠক হয়েছে ১০ এপ্রিল, বেইজিংয়ে”। এ বিষয়ে চীনের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে ভারত। কিন্তু গত বছর দোকলাম এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণে এই প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। সাউথ এশিয়ান মনিটর।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন