শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৮, ১২:০১ এএম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭ জন মুসল্লি নিহত এবং ৮ জনেরও বেশি মুসল্লি আহত হয়েছে। সোমবার দেশটির বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরির কোন্দুগা মসজিদে হামলা চালায় ওই পুরুষ আত্মঘাতী ব্যক্তি। এই অঞ্চলটি জঙ্গি সংগঠন বোকো হারামের বিদ্রোহের কেন্দ্রবিন্দু।
শরিফ মোহাম্মাদ নামের একজন বাসিন্দা জানান, সোমবার স্থানীয় সময় ভোর ৫ টায় (বাংলাদেশ সময় সকাল দশটা) আত্মঘাতী ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করে। মুসল্লিরা যখন নামাজ আদায় শুরু করে তখনই সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হতাহতের ঘটনা ঘটে। মসজিদ থেকে ৭ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আব্বা সুনোমা নামের এক প্রত্যক্ষদর্শীও ৭ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানান। বোমা বিস্ফোরণের সময় তিনি সামান্য দূরে ছিলেন বলেও জানিয়েছেন সুনোমা।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। তিনি ৮ জন নিহতের খবর জানিয়েছেন। তবে এ ঘটনায় পুলিশ বা সেনাবাহিনী এখনও কোনও বিবৃতি দেয়নি। এছাড়া কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন