শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শ্রাবন্তী ও আলমের ডিভোর্স কার্যক্রম স্থগিত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

পারিবারিক আদালত ঢাকার বিজ্ঞ ২য় অতিরিক্ত সহকারী জজ ইশরাত জাহান গত ৩১ জুলাই দুই পক্ষের উপস্থিতিতে দীর্ঘ শুনানি সাপেক্ষে অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীকে দেয়া বিবাদী খোরশেদ আলমের তালাকের নোটিশের কার্যক্রম পারিবারিক মোকদ্দমা ৬৬৯/১৮ নি®পত্তি না হওয়া পযর্ন্ত স্থগিত করেছেন। নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী ফেসবুকে এই তথ্য জানান। তিনি বলেন, অজস্র কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি। পুরো প্রক্রিয়াটি করেছেন শ্রাবন্তীর পক্ষে সিনিয়র এডভোকেট ফওজিয়া করিম ফিরোজ, ফিরোজা পারভীন লাকী এবং মলয় সাহা। দেশের আইন সত্যের পথে আছে। এই প্রথম জজকোর্টে নিজের চোখে দেখলাম। শ্রাবন্তী ও খোরশেদ আলমকে আবারও একসঙ্গে দেখতে চান এই নির্মাতা। তিনি বলেন, রাবিয়া ও আরিশা (শ্রাবন্তী-খোরশেদ আলমের সন্তান) মা-বাবাকে একসাথে নিয়ে হাসি খুশি থাকো, আনন্দে থাকো, এই প্রার্থণা। আলম ভাই এবং শ্রাবন্তী তোমাদের আবার একসাথে দেখার আশায়, এই কামনা করি বিধাতার কাছে। উল্লেখ্য, ২০১০ সালের ২৯ অক্টোবর ইপশিতা শবনম শ্রাবন্তীর সঙ্গে বিয়ে হয় মোহাম্মদ খোরশেদ আলমের। এই দ¤পতির ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে রাবিয়া আলমের বয়স ৭ আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে ৩ বছর। গত ৭ মে শ্রাবন্তীকে তালাকের নোটিশ পাঠিয়েছিলেন খোরশেদ আলম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন