শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে আফ্রিকানরা বৈষম্য ও বর্ণবাদের শিকার

প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফ্রিকা থেকে আসা বহু মানুষ ভারতে বসবাস করে। ভারতে বসবাসরত অনেক আফ্রিকানদের মতে, সাম্প্রতিক সময়ে তারা অনেকেই বর্ণবাদ ও বৈষম্যের শিকার। কিছুদিন আগে সুদানের এক শিক্ষার্থীর গাড়ি চাপায় স্থানীয় এক মহিলার মৃত্যু হয়। এর জের ধরে ব্যাঙ্গালোরে তানজিনিয়া থেকে আসা এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের পাশাপাশি পোশাক খুলে নেয় একদল বিশৃঙ্খল জনতা। আফ্রিকান অভিবাসীরা ভারতের এমন প্রেক্ষাপটে নিজেদের কঠিন সময় পার করছে বলে মনে করছে। ভারতে অবস্থানরত শিক্ষার্থী সিওরালিয়ন থেকে আসা বেনজিয়মিন প্র্যাট। বেনজামিন বলেন, ভারত একটি দারুণ জায়গা। প্রতিদিনই আমি যখন বাইরে যাই, নতুন কিছু না কিছু দেখি। অনেক আফ্রিকান এখানে লেখাপড়া করছেন এবং তারা বৈষম্যের শিকার হচ্ছেন। সম্প্রতি কিছু আফ্রিকান হমলা, শ্লীলতাহানী এবং মারধরের শিকার হয়েছে। এসব খবর স্বাভাবিক ভাবেই আমাকে খুব আহত করে। বেনজিয়ামিনের কয়েকজন বন্ধুর সাথে কথা হয়। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন