শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পুড়িয়ে দেয়া হলো ১২টি গার্লস স্কুল

ইনকিলাবক ডেস্ক : | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

পাকিস্তানের অস্থিতিশীল গিলগিট-বালটিস্তান অঞ্চলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা বৃহস্পতিবার রাতে একসঙ্গে মেয়েদের ১২টি স্কুল পুড়িয়ে দিয়েছে। পুলিশের বরাত দিয়ে ডন পত্রিকা জানায়, গিলগিতের ১৩০ কিলোমিটার দূরে চিলাস টাউনে অবস্থিত স্কুলগুলো পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। একইসঙ্গে দিয়ামার জেলার বিভিন্ন স্কুলেও হামলা চালানো হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে জিও নিউ জানায়, ‘দুটি স্কুলে বিস্ফোরণ ঘটানো হয়।’ স্কুল পুড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয়রা সিদ্দিক আকবর চক এলাকায় প্রতিবাদ বিক্ষোভ করেছে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজছে। জেলা প্রশাসন জানিয়েছে, ওই স্কুলগুলোর ভবন নির্মাণের কাজ চলছিল। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রায়শই মেয়েদের স্কুলে হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা। গত ২০১১
সালের ডিসেম্বরে চিলাসে বোমা হামলায় মেয়েদের দু’টি স্কুল আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ওই বছরের শুরুতে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা মেয়েদের আরও দু’টি স্কুল বিস্ফোরণে উড়িয়ে দেয়। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন