শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গাদ্দাফির শহর এখনো ভুতূড়ে নগরী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

লিবিয়ার সির্তে শহর থেকে কথিত আই এস জঙ্গি বিতাড়িত হয়েছে দু বছর আগেই। এ শহরটি সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজের শহর। সির্তে একসময় ছিলো সাজানো গোছানো ছবির মতো একটি শহর। আর এখন শহরের যেদিকেই চোখ যায় শুধু যত্রতত্র ধ্বংসস্তূপ চোখে পড়ে। প্রায় প্রতিটি বাড়িই হয় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে নাহয় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সব স্থাপনার প্রায় একই অবস্থা। এক সময়ের রমরমা এ শহরটিতে এখনো শুধুই সংকট আর ধ্বংসের চিহ্ন। যুদ্ধের ডামাডোল শেষে এখন শহরের অধিবাসীরা যার যার বাড়িতে ফিরতে শুরু করেছেন। যদিও শহরটি পুনর্গঠনে সরকার ও আন্তর্জাতিক স¤প্রদায়ের তৎপরতা খুব কম বলে মনে করছেন তারা। অথচ দু বছর আগেই এ শহর থেকে উৎখাত হয়েছে জঙ্গিগোষ্ঠী আই এস, তারপরেও শহরটি এখনো একটি ভুতুড়ে শহর হয়েই আছে।
সেখানকার একজন অধিবাসী বলছিলেন, ‘শহরটিকে এ অবস্থায় দেখার জন্য আমরা ফিরে আসিনি। অনেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন। নিজের বাড়ির অবস্থা দেখে আমার এক আত্মীয় হার্ট অ্যাটাকে মারা গেছেন।’ অধিবাসীরা বলছেন শহরটির পুনর্গঠনের কোন উদ্যোগই তাদের চোখে পড়ছেনা। তাদের অনেকের ক্ষোভ পশ্চিমাদের বিরুদ্ধেই। কারণ তারা মনে করে পশ্চিমারা যুদ্ধের সময় শহরটিকে ধ্বংস করেছে কিন্তু এখন অধিবাসীদের কোনো সহায়তাই তারা করছেনা। আরেকজন অধিবাসী বলছিলেন, ‘সাহায্য দেয়ার নাম করে তারা আমাদের উপহাস করছে। সারাদিন ধরে লাইনে দাঁড় করিয়ে রাখে। আমরা সাহায্য চাইনা। তারা আমাদের প্রতিবেশীদের ঘরবাড়ি ঠিক করে দিক, না হলে আমরা ইউরোপের দিকেই চলে যাবো।’
ইসলামিক স্টেটের বিরুদ্ধে সাত মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সময় শহরটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শহরটি এমনিতেই ২০১১ সালের মুয়াম্মার গাদ্দাফি বিরোধী আন্দোলনের ধাক্কা সামলানোর চেষ্টা করছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর যুদ্ধে দেশটির অর্থনীতি আরও করুণ হয়ে ওঠে। লিবিয়ায় আই এস হুমকির অবসান হলেও সির্তের দক্ষিণাঞ্চলীয় মরুভূমি এলাকায় এখনও কিছু জঙ্গি তৎপর আছে। সির্তে শহরে এ জঙ্গিরা যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য সবখানে সেনা মোতায়েন করা হয়েছে। তাদেরই একটি পেট্রোল টীমের সাথে গিয়েছিলেন বিবিসির একজন সংবাদদাতা। তাকে সেনা কর্মকর্তা মেজর আলী রাফিদা বলেছেন, ‘সির্তের মতো একটি বড় শহরের সুরক্ষা দেয়া আসলেই অনেক বড় চ্যালেঞ্জ। যদি লিবিয়ানরা আমাদের বাহিনীতে যোগ না দেয় তাহলে জঙ্গিরা আবার ফিরেও আসতে পারে।’
এই সির্তেই ছিলো মুয়াম্মার গাদ্দাফির নিজের শহর এবং এখানেই তিনি বহু লড়াইয়ে অংশ নিয়েছেন। এখানকার অধিবাসীরা এখন একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখে, কারণ পুরো শহরটিই একটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। - বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন