কোস্টারিকায় একই লিঙ্গের বিয়ের ওপর আইনী নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুল জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে দেশটিতে সমকামী বিয়েতে আর কোনও বাধা থাকছে না। সুপ্রিম কোর্ট জানায়, সমকামী বিয়ে নিষিদ্ধ করার বিষয়টি অসাংবিধানিক ও বৈষম্যমূলক। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আইন পরিবর্তনের জন্য আইনপ্রণেতাদের ১৮ মাস সময় দিয়েছে আদালত। এই রায়কে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই কেউ যেন বৈষম্যের শিকার না হয়। তবে এখনও অনেক আইনপ্রণেতা ও রক্ষণশীলরা সমকামী বিয়ের বিরোধিতা করছেন। সুপ্রিম কোর্টের বিচারক ফার্নান্দো কাস্তিলো এক সংবাদ সম্মেলনে বলেন, কোনও পদক্ষেপ না নিলেও ১৮ মাস পর এমনিতেই এই আইন বাতিল হয়ে যাবে। কোস্টারিকার পার্লামেন্টে ৫৭টি আসন হয়েছে। এরমধ্যে ১৪টিতে কট্টরপন্থীরা রয়েছেন। আর এনরিক সানচেজ নামে একজন সমকামী সদস্যও রয়েছেন। তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি না যে পার্লামেন্ট এই আইন পরিবর্তন করতে চাইবে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন