মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্র-ভারত সামরিক হটলাইন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৫ এএম

ভারত ও যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় এবং প্রতিরক্ষা নেতৃত্বের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য দুই দেশের মধ্যে হটলাইন স্থাপনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। নয়াদিল্লীতে ৬ সেপ্টেম্বর ওই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে দুই বার এই বৈঠক স্থগিত করা হয়। দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা এই বৈঠকে অংশ নিবেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র স্পুটনিককে জানায়, “ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পেন্টাগনের মধ্যে একটি হটলাইন স্থাপনের জন্য ভারতকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা বলছে এর মাধ্যমে দুই দেশের নেতৃত্বের মধ্যে এবং সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়বে”। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস প্রথম ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে পেন্টাগনের হটলাইন স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। সূত্র আরও জানিয়েছে যে, এ বিষয়ে একটি খসড়া চুক্তিও তৈরি করেছে যুক্তরাষ্ট্র। ২০০৮ সালের মে মাসে তৎকালিন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির কাছে সেটা হস্তান্তর করা হয়। কিন্তু সে সময় ভারতের কাছ থেকে কোন ইতিবাচক সাড়া পায়নি যুক্তরাষ্ট্র। এদিকে, দুই দেশ একটি সামরিক চুক্তি চূড়ান্ত করার জন্যও কাজ করছে। চুক্তিটির নাম হলো কমিউনিকেশান্স কমপ্যাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট (সিওএমসিএএসএ)। এ উপলক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি মার্কিন সামরিক প্রতিনিধি দল গত সপ্তাহে নয়াদিল্লী সফর করেছে। সিওএমসিএএসএ’র চূড়ান্ত খসড়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে ভারতের দ্বিধাদ্বন্দ্বের কারণে এই বিলম্ব হচ্ছে। সাউথ এশিয়ান মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন