শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পানামা পেপার্স : আর্মেনিয়ার বিচারিক আইন বাস্তবায়ন প্রধানের পদত্যাগ

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বেশ কয়েকটি অফসোর কোম্পানির সঙ্গে জড়িত রয়েছেন বলে পানামা পেপার্সে নাম আসায় পদত্যাগ করেছেন আর্মেনিয়ার বিচারিক আইন বাস্তবায়ন সেবা বিভাগের প্রধান। পানামভিত্তিক ল ফার্ম মোস্যাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁসের মধ্য দিয়ে বিশ্বের বহু রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির কর ফাঁকির তথ্য বেরিয়ে আসার পর তিনি হলেন চতুর্থ ব্যক্তি, যাকে পদ ছাড়তে হলো। রয়টার্স জানায়, গত সোমবার আর্মেনিয়া প্রজাতন্ত্রের বিচার মন্ত্রণালয়ের অধীন এই বিভাগের প্রধান মিখলান পগদ্যাসিয়ান দেশটির প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। মিখলান বিচার মন্ত্রণালয়ের অধীন যে বিভাগের প্রধান ছিলেন সেটি অফিসিয়াল নাম বিচারিক আইন বাধ্যতামূলক বাস্তবায়ন সেবা বিভাগ, আর তার পদের অফিসিয়াল নাম আর্মেনিয়া প্রজাতন্ত্রের বাধ্যমূলক বাস্তবায়ন প্রধান কর্মকর্তা। আর্মেনিয়ার বিচারিক আইন বাস্তবায়ন সেবা বিভাগ দেওয়ানি ও ফৌজদারিসহ বিভিন্ন মামলায় দেশটির আদালত থেকে রায়, জরিমানা ও আদেশ কার্যকরের কাজ করে থাকে। দেওয়ানি ও অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে দেশের বাইরের কোনো আদালতেও আর্মেনিয়ান সরকারের স্বার্থ রক্ষায় কাজ করে থাকে এই বিভাগ। পদত্যাগপত্র দেয়ার পর এক বিবৃতিতে মিখলান বলেন, এ ঘটনায় প্রশাসনিক ক্ষমতার কোনো সুযোগ ছাড়া একজন সাধারণ নাগরিক হিসেবে যেকোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে তিনি প্রস্তুত। পানামা পেপার্সে নাম আসায় এর আগে জনদাবির মুখে পদত্যাগে বাধ্য হন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন। একই কারণে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চিলি চ্যাপ্টারের প্রধান এবং স্পেনের ভারপ্রাপ্ত শিল্পমন্ত্রী হোসে মানুয়েল সোরিয়াকে পদত্যাগ করতে হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন