শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বর্ণবাদের বিরুদ্ধে লড়ার আহ্বান মারকেলের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৮, ১২:০১ এএম

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্তর্ভুক্ত অঞ্চলের মধ্যে বর্ণবাদী মনোভাবের বিরুদ্ধে লড়তে সংগঠনভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি জানিয়েছেন, অভিবাসনের ফলে যে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে তা কোনো দেশই উপেক্ষা করতে পারে না। শনিবার স্পেনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের অভ্যর্থনা গ্রহণের পর মারকেল সাংবাদিকদের এ কথা বলেন। অভিবাসী বিনিময় চুক্তি কার্যকর হওয়া উপলক্ষে স্পেনে এ সফরে যান মারকেল। স্পেনের দক্ষিণের আন্দালুসিয়ার দোনানা ন্যাচারাল রিসার্ভে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা অভিবাসন সম্পর্কে একটি মতৈক্যে পৌঁছান, যদিও ইইউভুক্ত কয়েকটি দেশে অভিবাসীদের আশ্রয়ের বিপক্ষে আন্দোলন হচ্ছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন