সিরিয়ার উত্তর-পশ্চিমের বিদ্রোহী অধ্যুষিত প্রদেশ ইদলিবে এক বিস্ফোরণে ১২ শিশুসহ নিহত হয়েছে অন্তত ৩৯ জন।
বলা হচ্ছে, সারমাদা শহরে অবস্থিত ঐ ভবনে একজন অস্ত্র চোরচালানকারীর গোলাবারুদ মজুদ করা ছিল।
একজন পর্যবেক্ষক ও সংবাদদাতাদের মতে, এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। খবর বিবিসির।
সিরিয়ার শেষ বিদ্রোহী অধ্যুষিত এলাকা ইদলিব। সিরিয় সেনাবাহিনীর পরবর্তী লক্ষ্য মনে করা হচ্ছে এটিকে।
রাশিয়া এবং ইরান সমর্থিত সিরীয় সরকার গত কয়েক মাসে দেশের ভেতরে বিদ্রোহী ও ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালায়।
সংবাদ সংস্থা এএফপি’র একজন প্রতিনিধি জানায়, রোববার সারমাদা শহরের উদ্ধারকর্মীরা বুলডোজার ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া মানুষ উদ্ধার করে।
ইদলিবের বেসামরিক প্রতিরক্ষা দলের একজন সদস্য জানান, ‘বহু বেসামরিক নাগরিকসহ অনেকগুলো ভবন রীতিমতো গুড়িয়ে দেয়া হয়েছে।’
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে।
ধরাণা করা হচ্ছে, ওইসব ভবনে থাকা অধিকাংশ মানুষই বিদ্রোহী যোদ্ধাদের পরিবারের সদস্য, যারা অন্যান্য এলাকা থেকে পালিয়ে ইদলিবে আশ্রয় নিয়েছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন