এক গবেষণায় বলা হয়েছে, ফেয়ারনেস ক্রিমের ব্যবহার মানসিক অসুস্থতা তৈরি করে। ভারতের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স (টিআইএসএস) স¤প্রতি আন্তর্জাতিক জার্নাল পাবলিক হেলথে একটি গবেষণাপত্র প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ফেয়ারনেস ক্রিম মানসিক অসুস্থতা বাড়ায়। পরিবার ও সমবয়সীদের চাপের কারণে নারী-পুরুষ উভয়েই অল্প বয়স থেকে ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার শুরু করে। ফর্সা ত্বককে বিবেচনা করা হয় উন্নত ক্যারিয়ার সহায়ক, বৈবাহিক ও সামাজিক মর্যাদার মাপকাঠি হিসেবে। ২১ বছরের পারুল শর্মা (ছদ্মনাম), যিনি মুম্বাইয়ের একটি নামকরা কলেজে ইংরেজিতে স্নাতক পড়ছেন। তিনি প্রথমবারের মতো ত্বক নিয়ে দ্বিধায় পড়েন, যখন তাঁর বয়ফ্রেন্ড তাকে ছেড়ে যান। কারণ তার ত্বক নাকি খুব কালো। অতিরিক্ত ফেয়ারনেস ক্রিম ব্যবহারের পর তার ত্বকে ইনফেকশন হয়, এতে তিনি হতাশ হয়ে পড়েন। মিড ডে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন