শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

প্রতিরক্ষায় ব্যয় বেড়েছে ১৭শ’ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা বাজেটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া চীনের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

পরবর্তী অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বাজেটের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, সোমবার ‘জাতীয় প্রতিরক্ষা অনুমোদন’ নামের বিল স্বাক্ষরের মধ্য দিয়ে ৭১ হাজার ৭শ’ কোটি ডলারের জাতীয় বাজেট অনুমোদন করেছেন তিনি। অনুমোদিত এই বাজেট সেপ্টেম্বর মাসে শেষ হতে যাওয়া চলতি অর্থ বছরের চেয়ে ১ হাজার ৭শ কোটি ডলার বেশি। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন প্রস্তাবনা বা এন ডি এ এ’তে সামরিক নীতি এবং এর বাস্তবায়নে কী পরিমাণ তহবিলের দরকার হবে তার রূপরেখা দেওয়া আছে। ট্রাম্প বলেছেন, এনডিএএ (ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট) আধুনিক ইতিহাসে আমাদের সেনাবাহিনী ও যুদ্ধ-সৈনিকদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আমরা আমাদের সেনাবাহিনীকে অতীতের যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী করে তুলতে চাই’। নতুন প্রতিরক্ষা বাজেটে সামরিক ব্যয় অনুমোদন পাওয়ার পাশাপাশি চীনের ‘জেডটিই কর্পোরেশন’ ও ‘হুয়াই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের’ সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের চুক্তির ওপর নিয়ন্ত্রণও শিথিল করা হয়েছে। এতে চীনের হুমকির প্রসঙ্গও উল্লেখিত হয়েছে। বলা হয়েছে সামরিক বাহিনীর আধুনিকায়ন এবং বিদেশে আগ্রাসী বিনিয়োগের মধ্যে দিয়ে বিশ্ব-ব্যবস্থাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আছে দেশটি। অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত ২০১৯ অর্থবছরের নতুন প্রতিরক্ষা বিলে চীনের বিরুদ্ধে পদক্ষেপ কিছুটা শিথিল করা হলেও বিলটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। তাদের অভিযোগ, বিলটিতে চীনকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। ট্রাম্প ৭১ হাজার ৭শ’ কোটি মার্কিন ডলারের ওই প্রতিরক্ষা বিল সই করেন। যেখানে সামরিক ব্যয় অনুমোদন পাওয়ার পাশাপাশি চীনের ‘জেডটিই কর্পোরেশন’ ও ‘হুয়াই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের’ সঙ্গে চুক্তির ওপর যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণ শিথিল করা হয়েছে। তবে ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) নামক এ নতুন বিলে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর নজরদারি এবং তাইওয়ান বাহিনীকে শক্তিশালী করে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই বিলে চীনা কোম্পানির ওপর নজরদারি ও তাইওয়ানকে শক্তিশালী করার প্রশ্নে পরিকল্পনা ও মূল্যায়ন সম্পর্কিত রিপোর্ট পেশের ব্যবস্থা রয়েছে। চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপেই ক্ষুব্ধ হয়েছে। ‘জেডটিই’ চীনের দ্বিতীয় বৃহৎ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সিএনএন, বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন