শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১০ বছরে ৬ হাজার চিঠি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

ভারতের এক ডাকপিয়ন গত ১০ বছরে হাজার হাজার চিঠি বিলি না করে একটি স্থানে জমিয়ে রেখেছে। কাজে ফাঁকি দিয়ে প্রায় ৬ হাজার চিঠি জমানোর অভিযোগে স¤প্রতি তাকে বরখাস্ত করা হয়েছে। ওড়িশা রাজ্যের ওধাঙ্গা গ্রামে চিঠি বিলির দায়িত্বে ছিলেন ওই ডাকপিয়ন। স¤প্রতি একটি পরিত্যক্ত ডাকঘরে স্কুলের বাচ্চারা খেলতে গিয়ে ঘটনাক্রমে ওই চিঠি ও প্রিয়জনদের কাছে পাঠানো নানা জিনিসপত্রের প্যাকেট আবিষ্কার করে। ওই ডাকঘরটি কয়েকদিন আগেই নতুন স্থানে স্থানান্তরিত হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, ডাকঘরের আঙিনায় খেলতে গিয়ে স্কুলের শিশুরা দেখে বড় বড় ব্যাগে চিঠি ভর্তি। তা ছাড়া, ব্যাগগুলোতে রয়েছে এটিএম কার্ড, ব্যাংক পাসবুক ইত্যাদি। টাইমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন