বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসে চীনে এক ব্যক্তির প্রাণদন্ড

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অজ্ঞাত বিদেশি শক্তির কাছে রাষ্ট্রের গোপনীয় এক লাখ ৫০ হাজার নথি ফাঁস করার দায়ে এক চীনা নাগরিককে প্রাণদ- দেয়া হয়েছে। গত মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনটিতে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে যা সচরাচর চীনের গণমাধ্যমে প্রকাশ করা হয় না। প্রতিবেদনে প্রাণদ- পাওয়া ওই ব্যক্তির নাম হুয়াং য়ু বলে জানানো হয়েছে। তিনি সিচুয়ান প্রদেশের বাসিন্দা। রাষ্ট্রীয় গোপন বিষয় রক্ষণাবেক্ষণকারী একটি সরকারি বিভাগে য়ু কম্পিউটার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন। কিন্তু দায়িত্বহীনতার অভিযোগে চাকরিচ্যুত হন তিনি। ওই বিভাগে কাজ করার সময় অনেক গোপনীয় নথি তার গোচরে এলে তিনি সেগুলো বিক্রি করার প্রস্তাব দিয়ে ইন্টারনেটে বিদেশি এক গোয়েন্দা সংস্থার কাছে বার্তা পাঠান। বিদেশি ওই গোয়েন্দা সংস্থা আহ্লাদের সঙ্গে তার প্রস্তাব গ্রহণ করলে দুপক্ষের সম্পর্কের সূচনা হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং হংকংয়ে ওই বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে য়ু-র সাক্ষাৎ হয়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন