শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

১৩ দেশে নাস্তিকতার শাস্তি মৃত্যুদন্ড

প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগের যুগে নাস্তিকতার চর্চা মারাত্মক ধরনের অপরাধ হিসেবে ধরা হলেও দিন দিন মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশেই এখন বাকস্বাধীনতা রক্ষার জন্য নাস্তিকতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে না দেখে বরং উৎসাহ দেওয়া হয়। তারপরও এখনো কিছু দেশ আছে, যেখানে নাস্তিকতা চর্চার সবচেয়ে বড় শাস্তি মৃত্যুদ-। বর্তমানে পৃথিবীতে এমন ১৩টি দেশ রয়েছে যেখানে নাস্তিকতার কোনো স্থান নেই। দেশগুলো হলো : ১. আফগানিস্তান, ২. ইরান, ৩. মালয়েশিয়া, ৪. মালদ্বীপ, ৫. মৌরিতানিয়া, ৬. নাইজেরিয়া, ৭. পাকিস্তান, ৮. কাতার, ৯. সউদি আরব, ১০. সুদান, ১১. সোমালিয়া, ১২. সংযুক্ত আরব-আমিরাত এবং ১৩. ইয়েমেন। ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে দাবি করে বলা হয়, উল্লিখিত দেশগুলোতে নাস্তিকতার শাস্তি মৃত্যুদ- হলেও প্রায়ই মানবতাবাদী ও নাস্তিকরা ধর্মীয় উগ্রবাদীদের হাতে নিহত হয়ে থাকেন। দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন