সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল হিজবুল্লাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৮, ১২:৫৯ পিএম

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রথমবারের মতো তাদের খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। ২০০৬ সালে ইসরাইলের বিরুদ্ধে ৩৩ দিনের যুদ্ধে হিজবুল্লাহ এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল।

২০০৬ সালের সেই যুদ্ধের দ্বাদশ বার্ষিকীতে হিজবুল্লাহ গত রোববার চারটি খায়বার-১ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। দক্ষিণ লেবাননের ম্লিতা প্রতিরোধ পর্যটন স্থাপনায় ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করা হয়।

২০১২ সালে ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য হিজবুল্লাহ খায়বার-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। খবর আনাদোলুর।

খায়বার-১ ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ৯১৬ কেজি, সাত মিটার লম্বা এবং ক্ষেপণাস্ত্রটি ৪৪ থেকে ৭৫ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।

ইহুদিবাদী ইসরাইল বার বার বলে আসছে, তাদের জন্য হিজবুল্লাহ হচ্ছে সবচেয়ে বড় হুমকি। ইসরাইলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা ভবিষ্যতে ইসরাইলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে।

হিজবুল্লাহও বলেছে, ভবিষ্যতে ইসরাইল কোনো রকম আগ্রাসনের চিন্তা করলে তারা হিজবুল্লাহর জবাবে বিস্মিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন