বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে এবার রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হতে চলেছে ভারত। চুক্তির আওতায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র। চলতি বছরের শেষের দিকেই ভারত-রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে। চুক্তি চূড়ান্ত হলে রাশিয়ার পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম পাবে ভারত। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রæপক্ষের পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান, স্টেলথ ফাইটার জেট, গোয়েন্দা বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শুধু শনাক্তই করতে পারে না, ৩০ কিলোমিটার উচ্চতায় সেগুলো ধ্বংসও করতে পারে। এ ব্যাপারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের সামরিক বাহিনীতে যুক্ত হবে খুব তাড়াতাড়ি। ২০১৮-২০১৯ অর্থ বছরের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে চায় ভারত। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন