বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রতিবাদ বিক্ষোভে বাতিল হলো কার্টুন প্রতিযোগিতা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

হল্যান্ডে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কার্টুন প্রতিযোগিতা বাতিল করা করা হয়েছে। মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদের মুখে এ প্রতিযোগিতা বাতিলের ঘোষণা দেয়া হলো। চলতি বছরের শেষের দিকে হল্যান্ডে হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দেশটির বিরোধীদলীয় মুসলিমবিদ্বেষী বর্ণবাদী সংসদ সদস্য গ্রিট উইল্ডারস ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে এ প্রতিযোগিতা বাতিল করার ঘোষণা দেন গ্রিট। বিবৃতিতে তিনি বলেন, এ প্রতিযোগিতা না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে, পাকিস্তানের লাহোরে হাজার হাজার মানুষ হল্যান্ডের ইসলামবিদ্বেষী দলের এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। ওই বিক্ষোভ সমাবেশে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। এরইমধ্যে ইসলামবিরোধী কার্টুন প্রতিযোগিতার নিন্দা জানিয়ে পাকিস্তানের সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও পাস করা হয়েছে। পাকিস্তান সরকারকে অবিলম্বে নেদারল্যান্ডসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। অন্যথায় রাজধানী অবরোধ করার হুমকি দেয়া হয়। নেদারল্যান্ডসে আয়োজিত এক কার্টুন প্রতিযোগিতায় ইসলাম অবমাননার প্রতিবাদে দুইদিন ধরে এ বিক্ষোভ আন্দোলন চলছে। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে বৃহস্পতিবার এ বিক্ষোভ শুরু হয়। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন