ভারতে বিমান বাহিনীর মিগ-২৭ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকালে রাজস্থান প্রদেশের যোদপুরের দেবারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিমান বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে রেবিয়ে আসতে সক্ষম হয়েছে বলে খবরে বলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। আগুন লেগে ভারসাম্য হারিয়ে বিমানটি ভেঙে পড়ে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যোধপুর বিমান ঘাঁটি থেকে জঙ্গি বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই ভূপাতিত হয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়েই অন্যান্য সেনাবাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন