ইনকিলাব ডেস্ক : দুই মাস আগে নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়া একটি বিমান উড়ানোর কারণে জরিমানা গুনতে হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার মালিকানাধীন ওই সেসনা উড়োজাহাজে চড়ে গত কয়েক মাসে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে গেছেন। গত ১ ফেব্রুয়ারি ওই বিমানের নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি নজরে আনার পরও তা নবায়ন না করায় যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন সম্প্রতি পাইলটকে উড্ডয়নে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের খবর। ২০১৩ সালে ১৯৯৭ সেসনা ৭০ সাইটেশন এক্স উড়োজাহাজটি কেনেন রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ট্রাম্প। তার মালিকানাধীন লিমিটেড কোম্পানি ডিজেটি অপারেশন সিএ ওই বিমান পরিচালনা করে আসছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মুখপাত্র লরা জে ব্রাউনকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, এফএএ পরিদর্শকরা এন৭২৫ডিটির চালকের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। মালিকপক্ষ এখন এয়ারক্রাফট রেজিস্ট্রি বিভাগের সঙ্গে কাজ করছে। পরবর্তী উড্ডয়নের আগে বিমানটিকে অবশ্যই নবায়ন করতে হবে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, তিন বছরের জন্য বিমানের পুনঃনিবন্ধন করতে মাত্র ৫ ডলার লাগে। নবায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গেই ট্রাম্পের বিমান আবার উড়তে পারবে। তবে ক্ষেত্রবিশেষে ওই প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগতে পারে। নবায়ন না করে বিমান চালানোয় ট্রাম্প বা উড়োজাহাজের পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা- সে বিষয়ে কিছু বলেননি এফএএ মুখপাত্র ব্রাউন। তবে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, নিবন্ধন ছাড়া বিমান উড়ালে আইনে ২৭ হাজার ৫০০ ডলার জরিমানার বিধান রয়েছে। আর নিবন্ধনহীন বিমান অপরাধমূলক কাজে ব্যবহার হলে জরিমানার পরিমাণ আড়াই লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে। সঙ্গে হতে পারে তিন বছর পর্যন্ত কারাদ-। ট্রাম্পের মুখপাত্র হোপ হিকস নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, সেসনা জেটটির নিবন্ধন নবায়নের কাজ শেষের পথে। তার আগ পর্যন্ত ট্রাম্প কোন বাহনে চড়ে নির্বাচনী প্রচারে যাবেন, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি হিকস। নিউ ইয়র্ক টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন