ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। ইসরাইলি সেনা মুখপাত্র আফিখাই আদরায়ি এক টুইটার বার্তায় লিখেছে, তাদের পদাতিক ও বিমান বাহিনীর বিশেষ ইউনিট গোলান মালভূমিতে চার দিনের সামরিক মহড়ায় অংশ নিয়েছে। ফিলিস্তিনি বার্তাসংস্থা মায়ান গত বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে। গোলান মালভূমি মুক্ত করতে প্রয়োজনে ইসরাইলে হামলা চালানো হবে বলে সিরিয়ার পক্ষ থেকে ঘোষণা দেয়ার পরপরই সেখানে মহড়ার আয়োজন করলো ইসরাইল। এরইমধ্যে অবৈধ রাষ্ট্রটির পক্ষ থেকে গোলানে প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর সিরিয়ার গোলান অঞ্চল দখল করে নেয় এবং ১৯৮১ সালে নিজের অবিচ্ছেদ্য ভূখ- হিসেবে ঘোষণা করে। দখলীকৃত এলাকায় এরইমধ্যে ইহুদিবাদীদের জন্য বেশ কয়েকটি উপশহর তৈরি করেছে ইসরাইল। গোলান নিয়ে উত্তেজনার মাঝেই ফিলিস্তিনের বিভিন্ন এলাকার মজলুম মানুষের ওপর ইসরাইলি সেনাদের হত্যা-নির্যাতন অব্যাহত রয়েছে। রেডিও তেহরান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন