ইনকিলাব ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমান লক্ষ্য করে অন্তত দুই দফা গুলি চালিয়েছে রাশিয়ার সেনারা। সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের দায়ে রুশ সেনারা এ ব্যবস্থা নিয়েছে বলে ইসরাইলের শীর্ষ দৈনিক ‘ইয়েদিয়োত আহরোনত’ গতকাল শুক্রবার জানিয়েছে। তবে কবে রুশ সেনারা ইসরাইলি বিমানকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা সুনির্দিষ্ট করে বলে নি পত্রিকাটি। রুশ সেনাদের গুলি ইসরাইলি বিমানে লেগেছে কিনা তাও পরিষ্কার করে নি পত্রিকাটি। এছাড়া, ইসরাইলের টেলিভিশন চ্যানেল-১০ বলেছে, গত সপ্তাহে ভূমধ্যসাগরে রাশিয়ার একটি বিমান ইসরাইলি বিমানকে তাড়া করে। গত বৃহস্পতিবার মস্কো সফরের সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় বিষয়টি তুলে ধরেন। জবাবে পুতিন বলেছেন, আমি মনে করি আঞ্চলিক জটিল পরিস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটার পেছনে বোধগম্য কারণ রয়েছে। এর আগে গত ১৫ মার্চ রাশিয়া সফরের সময় বিষয়টি নিয়ে কথা বলেন ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন। সে সময় পুতিন বলেছিলেন, বিষয়টি তার জানা নেই। আইআরআইবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন